বগুড়ায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে আসামি করে মামলা..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানাযায়, গত শনিবার উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী হাঁসরাজ গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন রাস্তা পারাপারের সময় বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয়দের সাথে পুলিশের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটে যায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনের নামসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে উৎসাহী না হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator