close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বগুড়ার সোনাতলায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে (৩০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার বিকেলে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।..

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার ছিচারপাড়া গ্রামের আফতাব হোসেন সরকারের ছেলে। গ্রেফতারের পর তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানিয়েছেন, ভুক্তভোগী ওই নারী বিয়ের পর থেকেই প্রতিবেশী সাইফুল ইসলামের দ্বারা বারবার হয়রানির শিকার হন। সাইফুল তাকে একাধিকবার কুপ্রস্তাব দেন এবং নানা উপায়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করেন। স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ওই নারী বাবার বাড়িতে চলে যান।

গত ১৫ এপ্রিল রাতে ওই নারী বাবার বাড়িতে অবস্থানকালে সাইফুল ধারালো চাকু হাতে শয়নকক্ষে প্রবেশ করেন। হত্যার ভয় দেখিয়ে তিনি নারীটিকে এবং তার ছোট্ট কন্যাকে আতঙ্কিত করেন, এরপর ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই সাইফুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু এলাকায় লুকিয়ে আছেন। সোমবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, “আমরা আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছি। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।” এদিকে, গ্রেফতারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করলেও নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলেছেন।

Aucun commentaire trouvé