close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বগুড়ায় আলোচিত হত্যা মামলার আসামি পুলিশের হাতে গ্রেফতার

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়ার শাজাহানপুরে বহুল আলোচিত ফোরকান হত্যা মামলার আরও এক আসামীকে গ্রেফতার করেছে শাজাহানপুর পুলিশ।  গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ আব্দুর রাজ্জাক (৩৬), তিনি শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সহ- সাংগঠনিক সম্পাদক ছিলেন। পিতা- মোঃ আব্দুর বারী  সাং-ডোমনপুকুর নতুনপাড়া, উপজেলা - শাজাহানপুর, জেলা-বগুড়া।
জানাযায় শাজাহানপুর থানা পুলিশের অভিযানে ২৭শে আগস্ট বুধবার দিবাগত  রাত সাড়ে ৮ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন মাঝিড়া কাঁচা বাজার এলাকা হইতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ  করা হয়।  মামলাটির তদন্ত অব্যাহত আছে। সেই সঙ্গে এ মামলায় সকল আসামিদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানান।

Không có bình luận nào được tìm thấy