বগুড়ার শাজাহানপুরে বহুল আলোচিত ফোরকান হত্যা মামলার আরও এক আসামীকে গ্রেফতার করেছে শাজাহানপুর পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ আব্দুর রাজ্জাক (৩৬), তিনি শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সহ- সাংগঠনিক সম্পাদক ছিলেন। পিতা- মোঃ আব্দুর বারী সাং-ডোমনপুকুর নতুনপাড়া, উপজেলা - শাজাহানপুর, জেলা-বগুড়া।
জানাযায় শাজাহানপুর থানা পুলিশের অভিযানে ২৭শে আগস্ট বুধবার দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন মাঝিড়া কাঁচা বাজার এলাকা হইতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলাটির তদন্ত অব্যাহত আছে। সেই সঙ্গে এ মামলায় সকল আসামিদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানান।