close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়ায় আলআমিন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচার চেয়ে গ্রামবাসির বিক্ষোভ ও সড়ক অবরোধ..

Nazrul Islam Zaki avatar   
Nazrul Islam Zaki
বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আলামিন হত্যার প্রতিবাদে এলাকাবাসী (নাটোর–বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।..

বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আলামিন হত্যার প্রতিবাদে এলাকাবাসী (নাটোর–বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে ওমরদীঘি এলাকায় শত শত গ্রামবাসী স্লোগান দিয়ে অবরোধে অংশ নেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আলামিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে। তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলার পর থেকেই আসামিদের ধরতে অভিযান চলছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য গত ২৮জুলাই সন্ত্রাসী হামলার শীকার হয় আল আমিল।গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে ২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত বরন করেন আল আমিন।

کوئی تبصرہ نہیں ملا