close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বেতাগীতে সরকারি ঘর দখল করে বিএনপির কার্যালয় স্থাপন 

SepahiTv. News avatar   
SepahiTv. News
উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, আমি এই বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।..

 

ডেক্স রিপোর্টঃ 
বরগুনার বেতাগীতে সরকারি খাস জমিতে থাকা একটি ঘর দখল করে বিএনপির কার্যালয় করেছেন ৬নং কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন। 
জানা যায়, উপজেলার আয়লা চান্দখালী বাজারের জেএল ৬৯ নং মৌজার খাস খতিয়ানে ২৫৫৮নং দাগে দুই শতাংশ জমিতে দীর্ঘ বছর ধরে একটি ঘর দখল করে বিএনপির অফিস করেছেন। ৫ আগষ্টের পূর্বে আঃলীগ নেতারা ব্যবহার করে এবং আসপাশের দোকান থেকে মাসে ভাড়া আদায় করে নিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই ঘর সাধারণ শিক্ষার্থীরা জুলাই সৃতি খেলাঘর ও পাঠাগার হিসেবে ব্যবহার করা শুরু করে। শিক্ষার্থীদের এমন উদ্যেগকে গ্রহণ করে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও বর্তমান সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার সংস্করণের জন্য সহযোগিতা করে। সম্পৃতি এই ঘরটি দখলে নিয়ে নেয় ইউনিয়ন বিএনপি ও যুবদল, ছাত্রদল। মুহুর্তেই খেলাঘর ও পাঠাগারের ব্যনারের জায়গায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ব্যনার টানানো দেখে হতবাক হয় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই ঘর ছিল আঃলীগের দখলে। নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন করে আজ সকলের স্বাধীন মত প্রকাশ ও কাজ করার সুযোগ করে দেওয়ার প্রতিফলন যদি জমি দখল,ঘর দখল হয় তাহলে কি লাভ হলো ছাত্রদের জীবন দিয়ে? 

আরও বলেন, দলীয় কার্যালয় করবে তারা রুম ভাড়া করে করুক। কেন সরকারি ঘর তাও আবার খেলাঘর ও পাঠাগারটি দখল করতে হবে? প্রশাসন কি তাদের কাছে জিম্মি? 

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘরের পাশে ছোট ছোট কয়েকটি দোকান থেকে মাসে ভাড়া আদায় করছেন বিএনপি নেতারা। তবে সরকারি জমি, সরকারি ঘরের ভাড়া তাদের কেন দেওয়া হয় এমন প্রশ্নের জবাবে তারা বলেন, না দিয়ে উপায় আছে? কোনদিন আবার তারা দোকান বন্ধ করে দেয় এই ভয়েই বাঁচি না। 

আবির নামে এক শিক্ষার্থী বলেন, এই ঘর ইউএনও ও এসিল্যান্ড স্যারে  ঝর বৃষ্টির মধ্যে আমাদের খেলাঘর ও পাঠাগার উদ্বোধন করে দেয়। ছাত্র প্রতিনিধিরাও ছিল।  এখন তারা জোরপূর্বক ঘরটি দখল করে বিএনপির অফিস করেছেন। আমরা এখানে বসতেও পারিনা। 

তবে ইউনিয়ন বিএনপির আহবায়ক সুকুমার রায় সুব্রত বলেন, অফিসের বিষয়ে আমি কিছু জানি না। যুব দল নাম তা মিলন মৃধা সহ আরও বাজারের নেতারা আছেন তারা এটা করছে আর তারাই এই বিষয়ে ভালো বলতে পারবে। 

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, এই ঘর শিক্ষার্থীদের জন্য পাঠাগার ও খেলাঘর করার জন্য দেওয়া হয়েছিল। প্রচুর বৃষ্টি উপেক্ষা করে আমি ও সাবেক ইউএনও ফারুক আহমেদ স্যার গিয়ে উদ্বোধন করে আসি। আপনার মাধ্যমে জানতে পারলাম কোনো একটি দল এটা দখল করে অফিস করেছেন। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, আমি এই বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। 

 

Nessun commento trovato