close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বেতাগীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত..

SepahiTv. News avatar   
SepahiTv. News
প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকে।..

বরগুনার বেতাগীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) হেমায়েত উদ্দীন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার , বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,পৌর বিএনপি, জামায়াতে ইসলামী ও স্থানীয় সাংবাদিক ও জুলাই অভ্যুত্থানে লড়াই করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। 

পরে জুলাইয়ে নিহতদের স্বরনে দোয়া করা হয়। 

没有找到评论