close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বেতাগীতে জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের করণীয় সভা ..

SepahiTv. News avatar   
SepahiTv. News
সভায় উপজেলার ২০ জন সাংবাদিক অংশ নেয়। 

 

নিউজ ডেক্সঃ 

 বরগুনার বেতাগীতে বাংলাদেশে তৃণমূল অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু শাসনকে শক্তিশালী করা (এসসিজিজিপি) প্রকল্পের ধারণ, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি এবং বাস্তবায়ণের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের করণী নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক  আব্দুস সালাম সিদ্দিকী উদ্বোধন করেন।

সভায় উপস্থিত দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বাংলাদেশে তৃণমূল অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু শাসনকে শক্তিশালী করা।  প্রকল্পের ধারণ, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি এবং বাস্তবায়ণে কার্যক্রম গণমাধ্যম প্রতিনিধিদের করণী নির্ধারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও কার্যক্রম বাস্তবায়নে নীতিমালা গঠন করে। 

এ সভায় উপজেলার ২০ জন সাংবাদিক অংশ নেয়। 

Aucun commentaire trouvé


News Card Generator