close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বেতাগীতে বজ্রপাতে একজনের মৃত্যু 

SepahiTv. News avatar   
SepahiTv. News
মৃত ফোরকান মৃধা হোসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ছোপখালী গ্রামের বাসিন্দা।..

 

নিউজ ডেক্সঃ 
বরগুনার বেতাগীর ৩নং হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামে বজ্রপাতে ফোরকান মৃধা (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। 
সোমবার (২৮ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে গরু চরাতে মাঠে গেলে বৈরী আবহাওয়ার মধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়। 
মৃত ফোরকান মৃধা হোসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ছোপখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। এ সময় দক্ষিণ ছোপখালী গ্রামের বাসিন্দা মতি মৃধার ছেলে ফোরকান মৃধা গরু নিয়ে মাঠে যান। হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৈরি আবহাওয়ার মধ্যে ফোরকান মাঠে ছিলেন। সাড়ে এগারটার দিকে প্রবল ঝড়ের সাথে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান।

প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন আগে থেকেই সতর্কতা জারি করেছিল। তারপরও জীবন ও জীবিকার তাগিদে অনেকেই ঝুঁকি নিয়ে বাইরে থাকেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই অঞ্চলে প্রায়ই কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনা ঘটে থাকে।

 

Nenhum comentário encontrado


News Card Generator