close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বেনাপোলে মাঠ থেকে স্ত্রী আর গাছ থেকে স্বামীর মরদেহ উদ্ধার..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের শার্শার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর এমন মরদেহ উদ্ধার করেছে পুলিশ..

গাছে ঝুলছিল স্বামীর দেহ আর মাঠে ছিল স্ত্রীর লাশ। যশোরের শার্শার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর এমন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৩ জুন রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্ন।
স্বামী মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। স্থানীয়রা জানান, সংসারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সে কারণে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করতে পারে। পরে হয়তো নিজে বাড়ির উঠানে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে এ দম্পতির সন্তানের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরুজ্জামানের ঝুলন্ত লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার করে। তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির উত্তর পাশে একটি মাঠ থেকে উদ্ধার করা হয়।


বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘এটি আত্মহত্যা না হত্যা—এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

No comments found