পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল এই সময়ে স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৪ জুন) সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার জানান, আগামী বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি চলবে। এই সময় বেনাপোল বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে, পাসপোর্ট যাত্রী যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।
তিনি আরও বলেন, ছুটির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বেনাপোল পোর্ট থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রবিবার) সকাল থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, ঈদের ছুটিতে বন্দর, কাস্টমস এবং ব্যবসায়ীদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ফলে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। আমদানিকারকরাও এই সময় পণ্য খালাস গ্রহণ করবেন না।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, "যদিও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। প্রতিবছর ঈদের ছুটিতে যাত্রীদের ভিড় বেশি হলেও এবার চাপ তেমন নেই।"
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদের ছুটি শেষে ১৫ জুন সকাল থেকে বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে এবং আমদানি-রপ্তানি ও পণ্য খালাস পুরোদমে শুরু হবে।
		
				
			


















