close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বেগম খালেদা ও ডা. জোবাইদার প্রত্যাবর্তন সংবর্ধনায় নেতৃত্বে সালাহউদ্দিন আহম্মেদ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আগামীকাল সকাল ৯টায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেতা সালাহ্ উদ্দিন আহম্মেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

এ উপলক্ষে ভালুকা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল নেতাকর্মীদের আগামীকাল সকাল ৯টায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেতা সালাহ্ উদ্দিন আহম্মেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশনেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের এই মাহেন্দ্রক্ষণে ভালুকা উপজেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণ একান্ত কাম্য। এ ঐতিহাসিক দিনে আমাদের সক্রিয় ভূমিকা দেশপ্রেম, দলপ্রেম ও নেতৃত্বের প্রতি আনুগত্যের প্রতীক হয়ে থাকবে।

نظری یافت نشد


News Card Generator