close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি : রিজভী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Ruhul Kabir Rizvi said Begum Khaleda Zia is a symbol of honesty who never sought a safe exit despite numerous false cases and conspiracies against her.

রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া সততার প্রতীক। তার বিরুদ্ধে অসংখ্য মামলা ও ষড়যন্ত্র হলেও তিনি কখনো পালিয়ে যাননি, দেশেই থেকেছেন মানুষের পাশে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি কোনো নেতার অন্তরে সততার আলো থাকে, তার বিরুদ্ধে যত অভিযোগই আনা হোক না কেন, সেফ এক্সিটের প্রয়োজন হয় না। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে আলোকিত একজন নেতা।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা করা হয়েছে, নানা অভিযোগ তোলা হয়েছে, কিন্তু তিনি কখনোই দেশ ছাড়েননি। “তিনি দেশেই থাকতে চেয়েছেন, জনগণের পাশে থাকতে চেয়েছেন, কারণ তার রাজনৈতিক জীবনের ভিত্তি সততা ও ত্যাগের ওপর দাঁড়ানো,” যোগ করেন তিনি।

তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি ও প্রশাসনিক দুর্নীতি এখন দেশের বড় সংকট। কর-জিডিপি অনুপাত কমছে, বেকারত্ব বাড়ছে, শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।”

রিজভী আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজের সমালোচনা করার মতো বিষয় আছে, তবে তাদের ভালো দিকও আছে। আমরা চাই না তারা ব্যর্থ হোক; আমরা চাই তারা দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করুক। দুর্নীতি বা অপরাধে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

তিনি জানান, বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়েছে যেখানে দেশের ভবিষ্যতের করণীয় স্পষ্টভাবে উল্লেখ আছে। “রাজনীতিতে যে অপসংস্কৃতি, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার বিস্তার লাভ করেছিল, তা বন্ধ করা এখন সময়ের দাবি। ব্যাংকগুলোতে অর্থাভাবের কারণে ঋণ দেওয়া বন্ধ হয়ে গেছে, যা অর্থনীতির দুরবস্থার প্রমাণ,” বলেন রিজভী।

তিনি আরও যোগ করেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন এখন আন্তর্জাতিকভাবে আলোচিত। আমরা নতুন চিন্তা, নতুন স্বপ্ন এবং নতুন নেতৃত্ব নিয়ে জনগণের কাছে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ রাজনীতি সেই ভিশনের আলোতেই এগিয়ে যাবে, জনগণই শেষ পর্যন্ত বিচার করবে কে সত্যিকারের দেশের বন্ধু।”

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামের মোস্তাকিন আলী প্রায় তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালাচ্ছেন। তার মানবিক গল্প গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে মোস্তাকিনকে দুটি ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থসহ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে গণঅভ্যুত্থানে শহীদ দুই পরিবারকেও সহায়তা করা হয়।

এর আগে স্থানীয় এক ব্যক্তি মোস্তাকিন আলীকে একটি টিনের ঘর ও বিদ্যুৎচালিত মেশিন দেন। উপজেলা প্রশাসনও তাকে সহায়তা করেছে।


 

No comments found


News Card Generator