উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) সারা দেশের কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালন করবেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ হাবিবুর রহমান (আদনান হাবিব) এক বিবৃতিতে জানান, “বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদ উপলক্ষে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করলেও কর্মচারীদের জন্য কোনো বাড়তি ভাতা ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছি, কিন্তু তা উপেক্ষিতই থেকে গেছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই ঈদের আগেই কর্মচারীদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হোক। তা না হলে ঈদের পরে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
সংগঠনের নেতারা জানান, এ বিষয়ে পূর্বে শিক্ষাসচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের দেওয়া আশ্বাস বাস্তবে রূপ পায়নি। শুধুমাত্র শিক্ষকদের ভাতা বাড়ানোয় কর্মচারীরা চরম হতাশায় ভুগছেন।
এদিকে, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসার কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনের অংশ হিসেবে আগামী ১ জুন ২০২৫ তারিখে ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			