বলিউডে এখন গরম খবর—‘সাইয়ারা’র নায়ক আহান পান্ডে ও নায়িকা অনীত পাড্ডার মধ্যে নাকি বাস্তবেও প্রেম চলছে! শপিং মলে তোলা একটি ভিডিও ভাইরাল হয়ে উসকে দিয়েছে নতুন গুঞ্জন।
বলিউডের সাম্প্রতিক আলোচিত জুটির তালিকায় যুক্ত হয়েছে ‘সাইয়ারা’র নায়ক আহান পান্ডে ও নায়িকা অনীত পাড্ডার নাম। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের মন কেড়েছে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। কিন্তু এবার সেই পর্দার রোম্যান্স নাকি বাস্তব জীবনেও রূপ নিতে চলেছে—এমনই গুঞ্জন বলিপাড়ায়।
আহান পান্ডে, চাঙ্কি পান্ডের ভাতিজা হিসেবে বলিউডে আগেই পরিচিত ছিলেন। কিন্তু ‘সাইয়ারা’র মাধ্যমে তিনি নিজের অভিনয় দক্ষতায় নতুন পরিচয় গড়ে তুলেছেন। এর আগে শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও সেই সম্পর্ক টেকেনি, এবং তারা দুজনই ব্যক্তিগত জীবনে এগিয়ে গেছেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি আবারও আহানকে আলোচনায় এনেছে। ছবিটিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে অভিনেত্রী তারা সুতারিয়ার হাত ধরে আছেন আহান। নেটিজেনদের দাবি—এটি সেই সময়ের ছবি, যখন তারা দুজন প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও কখনোই এই জুটির কেউ সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
তবে পুরোনো এই সব আলোচনার মাঝেই এসেছে নতুন এক ভিডিও, যা এখন ভাইরাল হয়ে বলিউড গসিপের কেন্দ্রবিন্দুতে। ভিডিওটিতে দেখা যায়, অনীত পাড্ডা আহান পান্ডের মায়ের সঙ্গে শপিং মলে ঘুরছেন। কিছুক্ষণের মধ্যেই আহানও সেখানে যোগ দেন, এবং তিনজনকে একসঙ্গে দেখা যায়। ঠিক সেখানেই ঘটেছে এমন এক মুহূর্ত, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। আহান অনীতের হাত ধরতে চাইলে, তিনি লাজুক ভঙ্গিতে হাত সরিয়ে নিয়ে অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য যেন নেটিজেনদের জন্য নতুন আলাপের খোরাক হয়ে উঠেছে।
এই লাজুক সমীকরণ নিয়ে বলিউডে এখন জোর আলোচনা। অনেকেই বলছেন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন। অন্যদিকে, সিনেমা মুক্তির পর আহানের নাম অভিনেত্রী শ্রুতি চৌহানের সঙ্গেও জড়িয়েছিল। শ্রুতির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়িয়ে দিয়েছিল। তবে নতুন ভাইরাল ভিডিও বলছে, আহান-অনীত জুটিই এখন বলিউডের হট টপিক।
যদিও এই জুটি এখনও তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবুও বলিউডে প্রেমের গুঞ্জন থামানো কঠিন। কারণ, ইতিহাস বলে—পর্দায় প্রেমের গল্প অনেক সময় বাস্তবেও জায়গা করে নেয়। এখন দেখার বিষয়, ‘সাইয়ারা’ জুটির এই গুঞ্জন কি শুধু প্রচারণা, নাকি সত্যিই তারা একে অপরের জীবনে বিশেষ মানুষ হয়ে উঠছেন।