close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাসাপ'র কেন্দ্রীয় কমিটি গঠন সভাপতি মান্নান মুন্না, সাধারণ সম্পাদক সোলায়মান আকাশ..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আব্দুল্লাহ আল মামুন : নোয়াখালী প্রতিনিধি 

 

বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির দ্বিতীয় ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে এএইচএম মান্নান মুন্না (দ্য নিউ নেশন ও দৈনিক ভোরের ডাক) সভাপতি এবং সোলায়মান আকাশ (দ্য কান্ট্রি টুডে ও দৈনিক সময়ের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ জুন (শুক্রবার) বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুর ফরেস্ট গেইটে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসাপ’র বিদায়ী সভাপতি মাহবুব পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক বিজয় ধর (ঢাকা ট্রিবিউন, রাঙামাটি)।

নতুন ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি: সৈয়দ ফোরকান আবু (দৈনিক যুগান্তর)

সহ-সভাপতি: মাহবুব পলাশ, মাষ্টার আবুল হোসেন (নিউজ ২৪ ঘণ্টা), রনজিত ধর (দৈনিক সংবাদ), বিজয় ধর

যুগ্ম-সাধারণ সম্পাদক: ছোটন কান্তি নাথ (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদী), নাছির উদ্দিন (দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস), নুর মোহাম্মদ রানা (দৈনিক সময়ের কাগজ)

সাংগঠনিক সম্পাদক: শফিউল আজম (দৈনিক আজাদী)

কোষাধ্যক্ষ: মেজবাহ উদ্দিন (দ্য বাংলাদেশ টুডে)

দপ্তর সম্পাদক: নির্দেশ বড়ুয়া

প্রচার ও প্রকাশনা সম্পাদক: নাছির উদ্দিন ভূঞা (দৈনিক গিরিদর্পণ ও দৈনিক বাংলাদেশ সমাচার)

তথ্য প্রযুক্তি সম্পাদক: আবু সাহেদ

ক্রীড়া সম্পাদক: মীর হোসেন (পাক্ষিক খবরিকা)

সমাজকল্যাণ সম্পাদক: মনজুরুল আলম

কার্যনির্বাহী সদস্য: রবিউল হোসেন, মীর আসলাম (চট্টগ্রাম উত্তর জেলা বাসাপ সভাপতি, দৈনিক আজাদী/যায় যায় দিন), রাজীব মজুমদার (চট্টগ্রাম উত্তর জেলা বাসাপ সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ/গ্লোবাল টিভি)


এছাড়া দেশের সকল জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হবেন বলে জানানো হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীল করার পাশাপাশি পত্রিকার মালিক ও সম্পাদকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থে সাংবাদিকদের কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত বাসাপ একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, যা জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেলে কর্মরত মফস্বল সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ঐক্য ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Tidak ada komentar yang ditemukan