close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বার্সেলোনার বিখ্যাত ১০ নাম্বার জার্সি এখন লামিন ইয়ামালের..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
লামিন ইয়ামাল—বার্সেলোনার সেই তরুণ বিস্ময় যিনি ইতোমধ্যেই ফুটবল বিশ্বে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দিয়েছেন, এবার পেলেন ক্লাবটির সবচেয়ে সম্মানজনক জার্সি নম্বর—নম্বর ১০..

এক সময় যা পড়তেন লিওনেল মেসি, রোনালদিনহো কিংবা দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তিরা। বুধবার আনুষ্ঠানিকভাবে ক্লাব নিশ্চিত করেছে, ১৮তম জন্মদিন পেরোনোর কয়েক দিনের মধ্যেই ইয়ামাল এবার থেকে ১০ নম্বর জার্সি পরবেন। গত মৌসুমে এই নম্বরটি পড়তেন আনসু ফাতি, যিনি সম্প্রতি ধারে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব এএস মোনাকোতে। তার অনুপস্থিতিতেই এই ঐতিহাসিক নম্বর তুলে দেওয়া হয়েছে ইয়ামালের হাতে।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১০৬টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন ইয়ামাল। কেবল ক্লাব নয়, দেশের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। স্পেনের হয়ে ইউরো ২০২৪ জিতে আরও আলোচনায় আসেন তরুণ এই ফরোয়ার্ড। তার ফুটবলারসুলভ পরিপক্বতা, গতি, এবং ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা ইতোমধ্যে বার্সার ভবিষ্যৎ নেতা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছে।

তবে এই অর্জনের সাথে রয়েছে এক বিতর্কও। ইয়ামালের জন্মদিনের পার্টিতে বামন ব্যক্তিদের বিনোদন কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্পেনের সরকার তদন্ত শুরু করেছে, যেটি দেশটির বিকলাঙ্গতা বিরোধী আইন ভঙ্গ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে সব বিতর্ক ছাপিয়ে ইয়ামালের হাতে যখন ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সি তুলে দেওয়া হলো, তখন বার্সা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে—এই তরুণই হতে চলেছেন তাদের ভবিষ্যতের ভরসা।

বার্সার হয়ে ইয়ামাল এর আগে ৪১, ২৭ এবং ১৯ নম্বর জার্সি পরেছেন। মজার ব্যাপার হলো, মেসিও একসময় ১৯ নম্বর পরে খেলতেন ১০ নম্বর পাওয়ার আগে। মনে করা হচ্ছে, এই নতুন অধ্যায়ে পা রেখে ইয়ামাল নিজেকেও একজন কিংবদন্তি হিসেবে গড়ে তুলতে পারেন।

ইয়ামাল নিজেও যেন এই দায়িত্ব বুঝে নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি, রোনালদিনহো এবং মারাদোনার ছবি পোস্ট করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, ইতিহাসের অংশ হতে কতটা আগ্রহী তিনি।

২০২৩ সালে দীর্ঘমেয়াদি চুক্তি করা ইয়ামাল বার্সেলোনায় থাকবেন অন্তত ২০৩১ সাল পর্যন্ত। সামনে আরও অনেক ট্রফি, আরও অনেক গোল আর সাফল্য—এমনটাই আশা করছে কাতালান ক্লাবের সমর্থকেরা।

Hiçbir yorum bulunamadı