বার্সেলোনায় যোগ দিলেন হুয়ান গার্সিয়া

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল থেকে তরুণ গোলকিপার হুয়ান গার্সিয়াকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।..

২৪ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে ২০২৫ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছয় বছরের জন্য চুক্তি করেছে কাতালান ক্লাবটি। ট্রান্সফার ফিতে বার্সাকে গুনতে হয়েছে ২৫ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫১ কোটি টাকা।

গত মৌসুমে এসপানিওলকে রেলিগেশন থেকে বাঁচাতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন গার্সিয়া। তাকে হারাতে চায়নি ক্লাবটি, তবে নির্ধারিত রিলিজ ক্লজসহ বার্সার প্রস্তাবের অঙ্ক এতটাই বড় ছিল যে, তা ফিরিয়ে দেওয়ার সুযোগ ছিল না তাদের।

গার্সিয়াকে দলে টানতে আগ্রহ দেখিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবও—ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও বোর্নমাউথ। তবে শেষ পর্যন্ত বার্সার পক্ষেই গেছেন তরুণ এই স্প্যানিশ গোলরক্ষক।

তবে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, স্কোয়াডে থাকা দুই অভিজ্ঞ গোলরক্ষক—এডারসন মোরায়েস ও স্টেফান ওর্তেগাকে নিয়েই তিনি সন্তুষ্ট।

এদিকে বার্সায় এরই মধ্যে তিনজন গোলরক্ষক রয়েছেন—মার্ক আন্দ্রে টের স্টেগান, ভয়চেক সিজনি ও ইনাকি পেনা। দশ বছর ধরে ক্লাবের প্রধান গোলকিপারের ভূমিকায় আছেন জার্মান তারকা স্টেগান। তবে হাঁটুর চোটের কারণে সদ্য শেষ হওয়া মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরেও খেলেছেন মাত্র দুটি ম্যাচ।

এই পরিস্থিতিতে অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক সিজনিকে দলে টানে বার্সা, যিনি নিজেকে প্রমাণও করেছেন। জুনের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও, তা নবায়নের প্রস্তাব ইতোমধ্যে দিয়েছে ক্লাবটি।

ইনাকি পেনা বার্সার একাডেমি-গ্র্যাজুয়েট হলেও সিনিয়র দলে কখনওই প্রথম পছন্দ ছিলেন না। এবার দেখার বিষয়, নতুন কোচ হ্যান্সি ফ্লিক তরুণ গার্সিয়াকে কীভাবে কাজে লাগান, আর স্টেগানের ভবিষ্যৎ পরিকল্পনায় তার কী ভূমিকা থাকে।

No se encontraron comentarios


News Card Generator