close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাঁশখালীতে সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন।

Mohammad Wazad avatar   
Mohammad Wazad
মোহাম্মদ ওয়াজেদ (বাঁশখালী)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোশাররফ আলী মিয়ার বাজার সিএনজি সমিতির নির্বাচন দীর্ঘ (৭বছর) প্রতিক্ষার পর অনুষ্ঠিত হয়েছে।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার(১৬ আগষ্ট)সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে একটানা দুপুর ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ১৪৮ ভোটারের মধ্যে ১২৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে মোহাম্মদ মহিউদ্দিন 'চেয়ার' প্রতিকে ৯০ ভোট পেয়ে ১ম বারের মত নির্বাচনে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শরিফ উদ্দীন 'গোলাপ ফুল' প্রতিকে ৩৯ ভোট পান।অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল খালেক রোবেল 'সিএনজি' প্রতিকে পান ৮২ ভোট।তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ছবুর 'ডাব' প্রতিকে পান ৪৭ ভোট।প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুনুর রশিদ 'মাইক' প্রতিকে পান ৮৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাদল দাশ ‘মোবাইল' প্রতিকে পান ৪০ ভোট।নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন,সমিতির সাবেক সভাপতি,মো আব্দু রহিম

এবং ব্যবসায়ী বাহাদুর ইবেন সালেহ সহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ারুল আজিম চৌধুরী।সহকারী প্রিসাইডিং দায়িত্বে ছিলেন ব্যবসায়ী আবু সুফিয়ান চৌধুরী (মিন্টু)।নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, সাধারণ সম্পাদক মো রশিদ 
সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন,সহ-সভাপতি আব্দু রহিম,সদস্য আরিফুল ইসলাম চৌধুরী।

এছাড়াও নির্বাচনে বহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই জামালের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।

कोई टिप्पणी नहीं मिली