close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাংলাদেশপন্থী নতুন রাষ্ট্র চাই, চাই গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান: সারজিস আলম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Sarjis Alam of NCP declares the need for a new constitution and Constituent Assembly election, rejecting the 1972 Mujibist framework to establish a pro-Bangladeshi state.

জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম সোহরাওয়ার্দী উদ্যানে বলেন, ৭২-এর সংবিধান ফেলে দিয়ে বাংলাদেশপন্থী রাষ্ট্র গড়তে হবে। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি।

বাংলাদেশের ভবিষ্যৎ কেবল একটি বাংলাদেশপন্থী রাষ্ট্রের মধ্য দিয়েই নির্মিত হতে পারে— এমন বক্তব্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমাদের এখন নতুন সংবিধান লাগবে, লাগবে গণপরিষদ নির্বাচন।” তিনি আরও বলেন, “৭২ সালের মুজিববাদী সংবিধান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

শনিবার, ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে এসব মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, “আমরা এক জুলাই পার করে আরেক জুলাইয়ে এসেছি, কিন্তু এখনো মুজিববাদীদের ষড়যন্ত্র শেষ হয়নি। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেড়ে বসে আছে।”

তিনি স্পষ্ট করেন, “মুজিববাদ কোনো সাধারণ মতবাদ নয়, এটা একটি আদর্শ। কেবল আইনের মাধ্যমে তাদের প্রতিহত করা যাবে না। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি— সব দিক থেকেই আমাদের তাদের মোকাবিলা করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এই মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সারজিস আলম আরো বলেন, “এখন বাংলাদেশে আবারও ভারতপন্থী মুজিববাদীরা সক্রিয় হচ্ছে। এ দেশে কেবলমাত্র বাংলাদেশপন্থী শক্তিরই স্থান হবে। গত জুলাই-আগস্ট মাসে হাজারের বেশি ছাত্র-জনতা জীবন দিয়েছেন। সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়।”

তিনি বলেন, “গত বছরের আগস্টে আমরা যেমন স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। সামনে আরেকটি আগস্ট আসছে। আমাদের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।

সারজিস স্পষ্টভাবে বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো সাজানো 'সুশীল' ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান-পরবর্তী একটি স্বাধীন সরকারের ভূমিকায় দেখতে চাই। সেই সরকার খুনি শেখ হাসিনার বিচার সম্পন্ন করবে, এবং আমরা চাই সেই রায়ের বাস্তবায়ন দেখতে।”

তিনি আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের তোষামোদকারী বিচার বিভাগ চাই না। আইনশৃঙ্খলা বাহিনীও যেন কোনো দলের পা-চাটা না হয়।

নারীর অধিকার এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নতুন সংবিধানে নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে নতুন সংবিধান ছাড়া কোনো বিকল্প নেই।”

সারজিস বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তবে এই সংগ্রাম যেন অন্ধ আনুগত্যে না পরিণত হয়। কেউ চাঁদাবাজি করলে তাকে বলব, কেউ সিন্ডিকেট চালালে সেটাও বলব। কেউ দখলদারি করলে তার বিরুদ্ধেও কথা বলব। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।

এই বক্তব্যে তিনি বর্তমান রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান এবং বলেন, “সত্যিকারের বাংলাদেশ গড়তে হলে পুরাতন কাঠামো ভেঙে নতুন পথে এগিয়ে যেতে হবে।

No comments found