এই ২৫ বছরের রজতজয়ন্তী উদযাপনে কোনো ধরণের কমতি রাখছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি। সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে অনূর্দ্ধ ১২ ক্রিকেট প্রতিযোগিতা সহ বিভিন্ন আনন্দ আয়োজন।
দেশের সাত ভেন্যুতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব ও আনন্দ আয়োজন শুরু হয়েছে গতকাল থেকে। ৭ দিন ব্যাপী আয়োজনে মোট ৭টি ভেন্যুতে খেলা চলছে। ভেন্যুগুলো হলো- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, রাজধানী ঢাকার ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্স,
তবে বিসিবির এমন একটি আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোস নাবিল। তিনি উল্লেখ করেন, টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী বা ক্রিকেট কার্নিভাল নামের আয়োজনে নানা শহরে বিভিন্ন আয়োজনে যে বাজেট খরচ করা হচ্ছে তা ক্রিকেটাররা আদতে চেয়েছে কি–না?
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, 'টেস্ট ক্রিকেটে ২৫তম বার্ষিকী বা ক্রিকেট কার্নিভাল নামের আয়োজনে নানা শহরে যত বাজেট খরচ করা হচ্ছে, খেলোয়াড়রা কি আসলে সেটা চেয়েছে? ওই একই বাজেট দিয়ে তো এসব শহরে একটা করে ক্রিকেট লিগ আয়োজন করা যেত! শো অফ করতে টাকা আছে, কিন্তু যখন কথা আসে ক্রিকেটের অবকাঠামো ও উন্নয়নে বিনিয়োগ করার, তখন বাজেটের বাহানা! সম্পূর্ণ এক প্রহসন!
নাবিল মাত্র ২১ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন৷ মূলত শারীরিক ফিটনেসের অভাবে ক্রিকেটকে বিদায় জানান। অবসরের ঘোষণায় খুলনার এই ক্রিকেটার জানিয়েছিলেন, শ্বাসকষ্টের জন্য ক্রিকেট চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে গেছে। তিনি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।