close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাংলাদেশ সীমানায় ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগর বাংলাদেশ সীমানা থেকে আবারও ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী।..

বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবিএনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। ট্রলারটি সমুদ্র সীমা লঙ্ঘন করে বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারে ৯ ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়।

ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর জেলেদেরকে থানায় হস্তান্তর করে।

আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলার পর শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারে প্রায় দেড় মেট্রিক টন টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৭ অক্টোবর একটি, জুলাইয়ে দুটি এবং আগস্ট মাসে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।

No comments found


News Card Generator