বান্দরবান প্রতিনিধি:মোঃ হাসান
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স প্রদত্ত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ অর্জন করেছেন বান্দরবান সদর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. আবু নাসেরের কন্যা নওরীন জাহান রাইসা।
শনিবার (১৬ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে রাইসার হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তির সম্মানী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ পারভেজ এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পিতা এসআই (নিরস্ত্র) মো. আবু নাসের।
পুলিশ সুপার নওরীন জাহান রাইসাকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশ পুলিশ পরিবার শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সদস্যদের সন্তানদের শিক্ষা ও মেধা বিকাশেও সর্বদা সহায়তা করে আসছে। এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।”