close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যবস্থাপনা পরিচালক পদে মাহবুবের রহমানের যোগদান..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যবস্থাপনা পরিচালক পদে মাহবুবের রহমানের যোগদান

শহিদুল ইসলাম খোকন:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ  ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান। তিনি ১৮ তম বিসিএস এর একজন কর্মকর্তা।
গত ১৭ এপ্রিল তিনি এপদে যোগদান করেন। এরআগে ১৫ এপ্রিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 
পারিবারিক ও ব্যক্তিগত সুত্রে জানাগেছে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান মো. মাহবুবের রহমান। তিনি মো. নুরুল হক খান ও ফিরোজা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।
তিনি ১৮ তম বিসিএস ( প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি চাকুরীতে যোগদান করেন। বিগত ২৬ বছরের কর্মজীবনে সরকারের বিভিন্ন অর্পিত দায়িত্ব পালন করেন নিভৃতচারী এই মানুষটি।
১৯৮৩ সালে ছেংগারচর ( বর্তমানে সরকারি)  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৫ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।শিক্ষাজীবনের প্রতিটি স্তরে মেধাবী শিক্ষার্থী হিসাবে সরকারি বৃত্তি নিয়ে পড়াশোনা শেষ করেন। 
ছবি ক্যাপশন:
মো. মাহবুবের রহমান।

没有找到评论


News Card Generator