বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মিরসরাই উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মিরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার মিরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এসএম আতিকুল ইসলাম লতিফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক অধ্যাপক নুরুল আলম রাজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলার সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস সিটি কর্পোরেশন কলেজ শাখার আহবায়ক অধ্যাপক আব্দুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজমল হোসেন, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ।
সম্মেলনে মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমকে সভাপতি এবং জোরারগঞ্জ মহিলা কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক আবুল হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার আহবায়ক অধ্যাপক মোঃ নুরুল আলম রাজু ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মাদ নাজিম উদ্দিন স্বাক্ষরিত ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আজমল হোসেন, উম্মে কাউছার, নজরুল ইসলাম, হানিফ ভূঁইয়া, আসমা আক্তার বীণা, কোহিনুর বেগম, আলা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল, দপ্তর সম্পাদক মোস্তাকিম আহমেদ রনি, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আইন বিষয়ক সম্পাদক ছহিল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বাতেন আবিদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত কবির, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, সদস্য আজিম উদ্দিন, রণি মিয়া, ওমর খালেদ, মিনহাজ উদ্দিন, হারুন রশিদ, শামীম মাহমুদ, জাকির হোসেন, শাহনেওয়াজ, কুতুব উদ্দিন তুষার, সুলতানা পারভিন, কামরুন নাহার, ফরিদুল হাসান, আলা উদ্দিন ও জিএম আরিফুল হাসান।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			