বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সাবেক অফিস সম্পাদক আবু বকর ছিদ্দিকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুইঁয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর, মুহাম্মদ উল্লাহ, ডা. ছিদ্দিকুর রহমান, মাওলানা লিয়াকত আক্তার ছিদ্দীকি, এডভোকেট শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। জানাযায় আগত সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, মরহুম আবু বকর ছিদ্দিক ভাই ছিলেন একজন প্রকৃত আমানতদার ও সুশৃঙ্খল জীবনযাপনকারী। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনে সততা ও পূর্ণ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ যেন তাঁর এই খাদেমকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, মরহুম আবু বকর ছিদ্দিক ভাই সংগঠনের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন, স্বৈরাচার আওয়ামী আমলে তিনি জুলুমের শিকার হয়েছেন, তারপরও তার দায়িত্ব পালনে এতোটুকু অবহেলা করেননি। শাহজাহান চৌধুরী বলেন, শত অত্যাচার-নির্যাতনেও তিনি ইসলামী আদর্শ ও আন্দোলন থেকে পিছপা হননি, জেল জুলুমের শিকার হয়েছেন, তাঁর ইন্তেকাল ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী এবং সর্ব পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিকের জানাজা ও দাফন সম্পন্ন..


Ingen kommentarer fundet