শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উদ্যোগে সাতক্ষীরা সদর বল্লী ইউনিয়নে প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
রবিবার (৮ই জুন '২৫) সকাল ৬:৩০ টায় বল্লী গার্লস স্কুলের অডিটোরিয়াম রুমে বল্লী ইউনিয়ন আমির (অবঃ) আর্মি মিজানুর রহমান পিকলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা প্রভাষক ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, মাওলানা শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা শহীদ হাসান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম রসুল, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন "আগামীর বল্লী ইউনিয়ন বিনির্মাণে নানা ধরনের পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন।
ঈদ পুনর্মিলনী শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।