close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর 
জেলার নির্বাচন সম্পন্ন 

শহিদুল ইসলাম খোকন : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের লাইব্রেরি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন চৌধুরী ইয়াসিন ইকরাম (চাঁদপুর কণ্ঠ), সাধারণ সম্পাদক পদে শাওন পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন সাইদ হোসেন অপু চৌধুরী (চাঁদপুর খবর)।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ। তাঁর সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন গোলাম মোস্তফা ও মো. মাসুদ আলম। নির্বাচিত কমিটি ২০২৫ ও ২০২৬ সাল পর্যন্ত এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এস. এম. সোহেল (ইলশেপাড়), সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক (চাঁদপুর দর্পণ), সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম (চাঁদপুর প্রবাহ), যুগ্ম সম্পাদক সজিব খান (ইলশেপাড়), কোষাধ্যক্ষ শেখ আল মামুন (চাঁদপুর বার্তা), দপ্তর সম্পাদক মানিক দাস (ইলশেপাড়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক (মেঘনা বার্তা), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী (চাঁদপুর খবর), কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এম. এ. লতিফ (আমাদের সময়), কে. এম. মাসুদ (মতলবের আলো), অভিজিৎ রায় (আদি বাংলা), মিজানুর রহমান লিটন (আলোকিত চাঁদপুর)।

নির্বাচিত সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মিডিয়া হাউজের সিনিয়র সাংবাদিক ও সংগঠনের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

ক্যাপশন: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুরের নির্বাচিতগন।

 

कोई टिप्पणी नहीं मिली