স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ঠাকুরগাঁও জেলার ফকিরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৮জন বাংলাদেশী নারী পুরুষ শিশুকে পুশ ইন করার ঘটনা ঘটেছে।
বিজিবির ৪২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ১৩ জুলাই রাত পৌনে ১টার দিকে বিজিবির দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের অধীন ফকিরগঞ্জ বিওপি এলাকায় এই নাগরিকদের আটক করা হয়েছে। আটককৃত মধ্যে একজন পুরুষ, পাঁচজন নারী এবং দুই শিশু রয়েছে।
আটককৃতদের মধ্যে আছেন মোহাম্মদ হাসান শেখ (১৩) এবং মোহাম্মদ হাসেনন শেখ (১২), তাদের পিতা মোহাম্মদ আকমল শেখ। এছাড়া রয়েছেন সাবানা শেখ (৪৫), মাছাঃ মেনায়ারা বেগম (৬০), মোহাম্মদ সালমান (২৮), মাছাঃ আছিয়া (২৫) এবং মাছাঃ জাসনা আক্তার (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। আনুমানিক ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে এবং ১২ জুলাই সীমান্তে নিয়ে আসে।
আটককৃতদের পরিচয় যাচাই-বাছাইয়ের পর বিজিবি তাদের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে, বিজিবি ঘটনার প্রতিবাদে বিএসএফের সাথে পতাকা বৈঠক করেছে।
বিজিবি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি তথ্য প্রদান এবং সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেছে।
###