কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের মানসিক বিকাশে যেমন শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বগুণ অর্জনে সহায়তা করে।”
এসময় তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে।