close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাজিতপুরে রাকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জের বাজিতপুরে কৈলাগ ইউনিয়নের রাকিবকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি..

কিশোরগঞ্জের বাজিতপুরে শনিবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় বাজিতপুর বাজার বাশমহলে মেধাবী ছাত্র রাকিব হত্যার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা রাকিব হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত ও নৃশংস আখ্যা দেন।

যৌথ বিবৃতিতে এনসিপি বাজিতপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম শফিক, শুভ্র খান, শাহিন আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাজিতপুর পৌর শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম হায়দার এবং বাজিতপুর-নিকলির সাবেক এমপি মজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য উত্তরসূরী মুস্তাফিজুর রহমান মামুন।

বক্তারা আরও বলেন এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  

রাকিব ছিলেন বাজিতপুরের একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ। তাঁর অকাল মৃত্যুতে পরিবার যেমন অসহনীয় কষ্টে আছে, তেমনি পুরো সমাজ শোকাহত। হত্যাকাণ্ডের মাধ্যমে বাজিতপুরের শান্তিপূর্ণ পরিবেশে ভয়ের আবহ সৃষ্টি হয়েছে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ঘটনায় আর কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, বিচারহীনতার সংস্কৃতি কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। যদি হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, রাকিব হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বাজিতপুর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের রাজনৈতিক প্রভাব বা যেকোনো পরিচয় দেখে নয়, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তারা রাকিব হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং দ্রুত বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

No comments found