কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা।
ফাইনালে মুখোমুখি হয় নর্দান ওডির ক্লাব বনাম ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব ২–০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও সমন্বয়ক ১২ দলীয় জোট। উদ্বোধক ছিলেন হাজী মোঃ কাজল ভূইয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুজ্জামান শরীফ, দপ্তর সম্পাদক এডভোকেট আহসানুজ্জামান নাসির, উপজেলা যুবদল সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুবদল যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল, টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ইসমাইল হোসেন এবং হিলচিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুজ্জামান বাবু।
বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক থেকে দূরে রাখে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। তাই এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।