২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বাজিতপুর উপজেলার দিঘিরপাড় পাটুলি ঘাট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, হ্যাচারি অফিসার ও সহকারী মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল হক এবং সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল হাই।
পাটুলি ঘাট সংলগ্ন প্লাবনভূমিসহ মোট চারটি জলাশয়ে ৫৫৮ দশমিক ৮৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।