close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাজিতপুরে চালানো হচ্ছে ড্রেজার মেশিন, ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলি জমি..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দীতে চালানো হচ্ছে ড্রেজার মেশিন, ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলি জমি..

কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে উঠানো হচ্ছে বালু। পাইপের মাধ্যমে দূরবর্তী স্থানে নিয়ে ভরাট করা হচ্ছে জমি। পুকুরটির পাশেই রয়েছে ধানী জমিসহ ফসলী জমি। 
উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামের পশ্চিম দিকে এ ঘটনা ঘটছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এমনটি করা হচ্ছে। পাশের ফসলী জমিগুলো হুমকির মুখে পড়ছে। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মাটি ও পানির স্তরগুলো পড়ছে হুমকির মুখে। 
জানা যায়, প্রশাসনের অনুমতি না নিয়েই বিদ্যমান আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এমনটি করা হচ্ছে।

প্রশাসনের অনুমতি রয়েছে কি না এমনটি জানতে পুকুরটির মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। 
ড্রেজার শ্রমিকদের মাধ্যমে জানা যায়, পুকুরটির মালিক আব্দুল মান্নান স্বপন নামে একজন শিক্ষক।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের হোয়াটসঅ্যাপ নাম্বারে তথ্যচিত্র পাঠালে তিনি জানান, আদৌ অনুমতি নেওয়া হয়নি বালু উত্তোলনের। তিনি পুলিশ পাঠিয়ে ড্রেজারটি বন্ধ করার কথা নিশ্চিত করেন।

No comments found