কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজের শিক্ষক রফিকুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন ছাত্র সমাজ। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুর দুইটায় কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করায় বাজিতপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব এবং অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুল হক মাস্টারকে শিক্ষক রফিকুল ইসলাম প্রকাশ্যে ‘রাজাকার’ বলে গালি দেন। শুধু তাই নয়, জুমার নামাজের খুতবায়ও তিনি অযথা বাধা সৃষ্টি করেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বৈরাচারী আওয়ামী সরকার সাধারণ ছাত্রসমাজকে রাজাকার বলে গালি দিয়েছিল। সেই কারণেই তাদের ক্ষমতার পতন ঘটেছে। অথচ আজ বাজিতপুর কলেজের শিক্ষক রফিকুল ইসলাম একই কটূক্তি করে একজন সম্মানিত ইমাম ও শিক্ষককে রাজাকার বলেছেন। আমরা এই শিক্ষক নামধারী কলঙ্ককে অপসারণ দাবি করছি।”
ছাত্র সমাজ আরও ঘোষণা করে, রফিকুল ইসলামকে বাজিতপুর কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা দাবি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি হিজবুল্লাহ, বাজিতপুর কলেজ ছাত্রদল সভাপতি সিয়াম, বাজিতপুর কলেজ ছাত্রশিবির সভাপতি আলি হোসেন, কলেজ ছাত্রদল সদস্য সচিব তারেক ভূঁইয়া সহ সচেতন ছাত্র সমাজের বিভিন্ন প্রতিনিধি।