বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি আইয়ুব আলী, পরিবারে কান্নার রোল।....

Salman Emon avatar   
Salman Emon
গতকাল বিকাল ৩টার দিকে তিনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।..

 

লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আইয়ুব আলী চৌধুরী (৫৫) গতকাল বিকাল থেকে নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩টার দিকে তিনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এসময় তিনি নিজের মোবাইল ফোনটিও বাড়িতে রেখে গিয়েছিলেন।

আইয়ুব আলী চৌধুরীর বাসস্থান চর জাঙ্গালিয়া, ৫ নং ওয়ার্ড, পানামিয়া হাজি বাড়ি, হাজিরহাট, কমলনগর, লক্ষ্মীপুর। তিনি কয়েকবার স্ট্রোক করায় মানসিকভাবেও অসুস্থ ছিলেন বলে পরিবার জানায়।

যদি কোনো ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে তথ্য পান, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে—
📞 01627-894036
📞 01749-327018

没有找到评论