close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বড়াইগ্রামে চাঁদা দাবীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ০৫..

Belhaj Badhon avatar   
Belhaj Badhon
বড়াইগ্রামে চাঁদা দাবীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ০৫

বড়াইগ্রামে চাঁদা দাবীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ০৫

নাটোরের বড়াইগ্রামে আদালতের রায়ে পুনর্বহাল হওয়া মাদরাসা সুপারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অভিভাবক সমাবেশে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষের ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় উভয় পক্ষে আহত ছাত্রদল কর্মীরা হলেন- তিরাইল গ্রামের শাকিল হোসেন (২৩), হৃদয় হোসেন (২৮), ইয়ামিন হোসেন (২৩), রিয়াদ হোসেন (২২) ও ইয়াছিন আরাফাত আকিব (২৩)। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি মাদরাসার চাকরীচ্যুত সুপার মাওলানা আবুল হোসাইন সাঈদী আদালতের রায় পেয়ে পুনরায় যোগদান করেন। কিন্তু মাঝগঁাও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবউদ্দিন শিমুল মাদরাসায় আসতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। এদিকে, বৃহস্পতিবার মাদরাসায় অভিভাবক সমাবেশ চলাকালে শিমুল ও তার অনুসারীরা মাদরাসায় গিয়ে সুপারের মাদরাসায় আসার প্রতিবাদ করেন এবং তাকে দাওয়াত না দেয়ায় অভিভাবক সমাবেশ বন্ধ করে দেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা তাদের বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে পঁাচজন আহত হন। 

এ ব্যাপারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বলেন, দীর্ঘদিন মামলা চালানোর কারণে মাদরাসার ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি সে টাকা দিয়ে সুপারকে মাদরাসায় আসতে বলেছি। আমি নিজের জন্য কোন চাঁদা চাইনি। 

মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, আদালতের রায় পেয়ে আমি মাদরাসায় যাচ্ছি। কিন্তু শিমুল আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছে। অন্যথায় মাদরাসায় যেতে নিষেধ করেছে। আজ তারাই মাদরাসায় এসে অভিভাবক সমাবেশে ঝামেলা করেছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

没有找到评论


News Card Generator