বড়াইগ্রামে বৃষ্টিতে রাস্তা ধসে মাটি চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু..

Belhaj Badhon avatar   
Belhaj Badhon
বড়াইগ্রামে বৃষ্টিতে রাস্তা ধসে মাটি চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বড়াইগ্রামে বৃষ্টিতে রাস্তা ধসে মাটি চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃষ্টির কারণে নতুন নির্মিত কাঁচা রাস্তার পাশে ধস নেমে মাটি চাপা পড়ে মোস্তাকিন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাগডোব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন আলী ও বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাকিন বড়াইগ্রামের খাকসা গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাগডোব গ্রামে নতুন একটি সরকারি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। ওই রাস্তার পাশে সৃষ্টি হওয়া গর্তে মোস্তাকিনসহ কয়েকজন শিশু খেলছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে রাস্তার পাশের মাটি ধসে পড়ে এবং মোস্তাকিন মাটির নিচে চাপা পড়ে যায়। 

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Walang nakitang komento