close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাঘাইছড়িতে পাহাড়িদের চাঁদা দাবি শেষে ক্ষতিপূরণ দাবি করায় বন্ধ রোডের সংষ্কারের কাজ।..

মোঃ রাকিব হোসেন avatar   
মোঃ রাকিব হোসেন
****

বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক ০২ নং পৌর ওয়ার্ড এবং ০৯ নং ইউপি সংযোগ স্থল মোঃ নূর আলী সওদাগরের দোকানের সামনে চৌরাস্তায় গাড়ি চলাচল বন্ধ এবং ব্যাহত হচ্ছে যাতায়াত।

 

জানা যায় যে, পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের চাঁদা পরিশোধ করার পরেও নতুন বিড়ম্বনা। রাস্তার দু'পাশে পূর্বের তুলনায় আংশিক বাড়ানো হলে দুপাশের জমির মালিকানায় থাকা চাকমা-রা ক্ষতিপূরণ দাবি করেন।

 

এমতাবস্থায়, সংষ্কারের লক্ষ্যে ইট উঠানো হলেও বন্ধ থাকে রোডের কাজ। ইতোমধ্যে মূলধারে ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রোডের বিভিন্ন পয়েন্টে এক হাঁটু পর্যন্ত পানি আটকে থাকে।

ভূলক্রমে একটি গাড়ি যদি চৌরাস্তার সামনে থেকে পার হতে চেষ্টা করে নরমাল এক্সিডেন্ট হচ্ছে প্রতিদি-ই। বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন সবাই।

চলাচলের এই অনুপযোগী রোডের বিষয়ে সুনির্দিষ্ট করে কেউ মূখ খুলে না।

সামনে বৃষ্টির মৌসুম পড়ে আছে।এখনই এই অবস্থা।অতি জরুরী ভিত্তিতে চৌরাস্তা মুখে প্রাথমিক ভাবে মাটি ভরাট করা না হলে চরম ভোগান্তি আরো বাড়বে।

সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে আছেন।তারা অতিদ্রুত সমস্যা নিরসনের জোর দাবি জা

নান।

 

No comments found


News Card Generator