close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। রামপাল থানার  (ওসি)  আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
کوئی تبصرہ نہیں ملا


News Card Generator