বাগেরহাটের রামপালে বিশ্ব হাতধোয়া দিবস পালন

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
****
জেলা প্রতিনিধি, বাগেরহাট ।
রামপালে বিশ্ব হাতধোয়া দিবস পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাতধোয়া মোহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, পিআইও জি, এম সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হাতধোয়া মহড়া অনুষ্ঠিত হয়।
没有找到评论


News Card Generator