বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে কৃঞ্চ দেবনাথ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮আগস্ট) রাত সাড়ে ৩ টার সময় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর এলাকায় নিজ বাড়ি এঘটনা ঘটে। জানা যায়, নিহত কৃঞ্চ ওই এলাকার নারায়ণ দেবনাথ এর ছেলে। ঘটনার দিন সকাল ৬ টায় সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকলে সে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। তার বাবা প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে পুলিশকে বিষয়টা জানালে খবর পেয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসআই বিধান চন্দ্র মল্লিক জানান, খবর পেয়ে পুলিশ লাশ ঘটনাস্থলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। হত্যা না আত্মহত্যা। এব্যাপারে বাগেরহাট মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।
Inga kommentarer hittades