মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি নেতা আনিসুর রহমান খোকন তালুকদার এনসিপিকে উদ্দেশ করে বলেন, অবুঝ থাকায় আগে মাফ করা হলেও এবার যদি ‘পাগলামি’ করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়াল বিএনপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক ও অচলাবস্থার মধ্যেই এনসিপিকে (ন্যাশনাল কংগ্রেস পার্টি) সরাসরি সতর্কবার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আগে শিশুতোষ কাজ করার কারণে মাফ করা হয়েছিল, কিন্তু এখন যদি তারা পাগলামি শুরু করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।”
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকন তালুকদার। তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন এবং বিএনপির কঠোর অবস্থানের নানা দিক।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “আজ দেখা যাচ্ছে, কিছু নাবালক দলের নেতা-কর্মী দেশজুড়ে বলে বেড়াচ্ছে—ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না। এরা হলো অবুঝ শিশু, বাচ্চা পোলাপান। তারা না বুঝেই অনেক কিছু বলে। তবে মনে রাখতে হবে, আমাদের আন্দোলন-সংগ্রামের ইতিহাস যত বছরের, তাদের জীবনের বয়সও তত নয়। তাই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বললে বুঝেশুনে বলতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “গত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে অসংখ্য মানুষ জীবন দিয়েছে। সেই শহীদরা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য রক্ত দিয়েছে। তারা কখনো কোনো উপদেষ্টাকে পাঁচ বছর ক্ষমতায় বসিয়ে রাখার জন্য আত্মাহুতি দেয়নি। কাজেই এখন আর টালবাহানা চলবে না। জনগণ নির্বাচন চায়, ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এর বাইরে কোনো কথাবার্তা হলে ছাড় দেওয়া হবে না।”
সমাবেশে বক্তৃতাকালে খোকন তালুকদার বিএনপির আন্দোলনের ইতিহাসও স্মরণ করেন। তিনি বলেন, “আমাদের দল দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে আসছে। আমরা জানি, প্রতিটি সংগ্রামের পেছনে জনগণের দাবি রয়েছে। আজও সেই দাবিই সামনে—ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না।”
এসময় তিনি এনসিপিকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাচ্চাদের মতো আচরণ করলে মাফ করা যায়, কিন্তু যদি পাগলামি করেন—তাহলে কোনো মাফ নাই। জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে খেলাধুলা আমরা সহ্য করব না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শুরু হয় একটি বিশাল র্যালির মাধ্যমে, যা শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন হাওলাদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার প্রমুখ।
বক্তৃতায় নেতারা একসুরে দাবি জানান—দেশে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তারা বলেন, জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা যতই হোক না কেন, তা সফল হবে না। আন্দোলন ও গণতান্ত্রিক শক্তির কাছে সব ষড়যন্ত্র ভেসে যাবে।
মাদারীপুরের এ কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা মিলেছে, বিএনপি এখন আর অপেক্ষা নয়, বরং সরাসরি নির্বাচনের রূপরেখা দেখতে চায়। খোকন তালুকদারের বক্তব্যে বিএনপির কঠোর মনোভাব এবং এনসিপির প্রতি সরাসরি হুঁশিয়ারি রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে।