close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাছাই পর্বের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বাফুফে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (২৪ জুন) বিকেলে ঘোষণা করা হয় মিয়ানমার সফরের এই স্কোয়াড।..

দল থেকে বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাঁদের জায়গায় দলে ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার ও স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন। মূলত মাঝমাঠ থেকে একজন (শান্তি মার্ডি) কমিয়ে রক্ষণভাগে শক্তি বাড়াতেই নিলুফাকে যুক্ত করেছেন কোচ পিটার বাটলার।

গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ছিলেন গোলকিপার মিলি আক্তার, যদিও জর্ডান সফরে তাঁর নাম ছিল না। স্বর্ণা রানী জাতীয় দলের হয়ে এর আগে মাঠে নেমেছেন এবং ২০২২ সালের এশিয়ান গেমসে দলের অংশ ছিলেন। আর নিলুফা ইয়াসমিন গত বছরের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। এবার দীর্ঘ বিরতির পর দলে ফিরলেন এই ডিফেন্ডার।

সর্বশেষ গত মে মাসে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে জর্ডান সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে স্বাগতিক জর্ডান ও শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে ভালো পারফরম্যান্স দেখিয়েছে মেয়েরা। সেই সফরের ২৩ সদস্যের দলের মধ্যে ২০ জনই থাকছেন মিয়ানমার সফরের স্কোয়াডে। যেখানে দেখা গেছে তিনটি পরিবর্তন।

আগামী ২৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশের এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের মূল লড়াই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে বাহরাইন, স্বাগতিক মিয়ানমার এবং তুর্কমেনিস্তান।

২৯ জুন প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২ জুলাই খেলবে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। ৫ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে তুর্কমেনিস্তানের সঙ্গে।

২০২৫ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপের ২১তম আসর। আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় হওয়া জাপান। বাকি আটটি জায়গার জন্য লড়বে বাছাইপর্বের আট গ্রুপের সেরা আট দল।

Không có bình luận nào được tìm thấy