আত্মসমর্পণ করা সুন্দরবনের জলদস্যুদের মাঝে র‌্যাবের ঈদসামগ্রী বিতরণ..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

খুলনায় র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।..


বৃহস্পতিবার খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা, উপহারসামগ্রী ও নগদ টাকা তুলে দেন। আত্মসমর্পণ করা জলদস্যুদের উদ্দেশে র‌্যাব-৬ এর অধিনায়ক বলেন, র‌্যাবের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করা হয়। বর্তমানে সুন্দরবনে র‌্যাবের তৎপরতায় দস্যুতার ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণে।

আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনবার্সিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময় আত্মসমর্পণ করা জলদস্যুদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর, দোকান, বাছুরসহ গাভি, জালসহ নৌকা, ইঞ্জিনচালিত নৌকা ইত্যাদি প্রদান করা হয়। এতে সুন্দরবন অঞ্চলে প্রত্যেকটি মানুষ সুন্দর জীবনের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত হবে।

没有找到评论


News Card Generator