আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আসগর সালেহী

রাজধানীতে অনুষ্ঠিত হলো আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা। শনিবার (১২ জুলাই) সকালে ঢাকার কাকরাইলস্থ কর্ণফুলী গার্ডেন সিটির কাচ্চি ভাই রেস্টুরেন্টে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক এমপি ও আসক ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নিউইয়র্ক প্রবাসী নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, চিত্রনায়ক যুবরাজ খান (চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন), ড. শাহজাহান মজুমদার (চেয়ারম্যান, এফবিজেও), কবি অশোক ধর (সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা), মো. মনির হোসেন কাজী (সম্পাদক, পাক্ষিক বার্তা প্রবাহ), মো. কামরুজ্জামান আসাদ (উপদেষ্টা, আসক) এবং হাজী মোসলেম হোসেন সরদার (কো-চেয়ারম্যান, বিটিএসএফ)।

সভাপতিত্ব করেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামছুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আল-আমিন শাওন, আহ্বায়ক, অনুষ্ঠান উদযাপন কমিটি ও গণসংযোগ পরিচালক, আসক ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক মাওলানা আসগর সালেহী, সাংবাদিক হাসান বিন হোসাইন ও সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দেশ-বিদেশের মানবাধিকার, সমাজসেবা ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে আগামী দিনের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tidak ada komentar yang ditemukan