আশুলিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে বৃদ্ধ আটক 

MD Ridoy shikder avatar   
MD Ridoy shikder
হৃদয় শিকদার  : আশুলিয়া 

সাভারের আশুলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আব্দুস সামাদ (৭৩) নামে এক বৃদ্ধ কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে আশুলিয়া থানাধীন বগাবাড়ি এলাকার ..

আটককৃত  আব্দুস সামাদ নাটোরের নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল  এলাকার মৃত হামেদ আলির ছেলে। 

স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার পরে ভূক্তভোগী শিশুসহ আরও ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ভূক্তভোগী শিশু ওই বৃ্দ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌছে দেয়। এ সময় শিশুর মা তার মেয়ের অস্বাভাবিক  কিছু বিষয় লক্ষ্য করেন এবং বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সামাদ বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

আশপাশের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষনের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Комментариев нет