আশুলিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামীকে শ্রীবরদী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪..

Nazmul Mia avatar   
Nazmul Mia
ঢাকা জেলার আশুলিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে
অপহরণ ও জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের কৃত মামলায় হৃদয় মিয়া( ২৩) নামের এক যুবককে শ্রীবরদী থেকে আটক করেছে র্্যাব ১৪ সিপিসি ১ জামালপুর ক্যাম্পের একটি অভিয..

ধৃত হৃদয় মিয়া শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের জামির হোসেনের ছেলে।
২৮ শে এপ্রিল সোমবার রাতে হৃদয় মিয়াকে শ্রীবরদী এলাকা থেকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।ভিকটিমের পিতা জানান আসামী মোঃ হৃদয় (২৩), পিতা- মোঃ জামির হোসেন, সাং-কাকিলাকুড়া কামারদহ, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর এর আপন দুই বোন বাদীর বাসায় ভাড়া থাকতো। আসামী মোঃ হৃদয় (২৩) তার বোনের বাসায় যাওয়া আসার সুবাদে বাদীর নাবালিকা কন্যাকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়শ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ঘটনার তারিখ ১০ মার্চ ২০২৪ খ্রি. সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় ভিকটিম বাড়ী হতে বই কেনার জন্য ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধনাইদ গ্রামস্থ ইউসুফ মার্কেটের সামনে আসলে আসামী মোঃ হৃদয় (২৩) ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। গত ১৫ মার্চ ২০২৪ খ্রি. তারিখে ভিকটিমকে উদ্ধার করা হলেও আসামী মোঃ হৃদয় (২৩) সু-কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ঢাকা জেলার আশুলিয়া থানায় অপহরণ সহ ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২, তারিখঃ ১৬/০৩/২০২৪ খ্রি., ধারাঃ ৭/৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) ।মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ঢাকার আশুলিয়া থানার উপ পুলিশ পরিদর্শক( এসআই) মো
আকরাম হোসেন পিপিএম সেবা জানান,
মামলা দায়েরের পর থেকেই এ মামলার ১ নং এজাহার নামীয় আসামি হৃদয় মিয়া গ্রেফতারের এড়াতে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে তাকে গ্রেফতার করতে র্্যাব ১৪ সিপিসি ১ জামালপুর ক্যাম্পের কাছে সহায়তা চাওয়া হয়। সোমবার রাতে তাকে শেরপুর জেলার
শ্রীবরদী থেকে র্্যাব আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।
র্্যাব ১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার
অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত
হৃদয় মিয়াকে মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator