close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আশুলিয়ায় অবশেষে একাধিক মামলার আসামি  রাব্বি  গ্রেপ্তার

MD Ridoy shikder avatar   
MD Ridoy shikder
হৃদয় শিকদার: আশুলিয়া 

ঢাকার আশুলিয়ায় একাধিক ছিনতাই ও মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি (৩০)কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।..

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো: জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাতে সাভারের আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রাব্বি সাভারের আশুলিয়া থানার বাইপাইল এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একাধিক ছিনতাই ও মাদক মামলার আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত রাব্বি ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্নস্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।

Ingen kommentarer fundet