আশুলিয়ায় নারী যাত্রীকে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ২

MD Ridoy shikder avatar   
MD Ridoy shikder
ঢাকার আশুলিয়ায় রিকশা থামিয়ে এক নারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও ছিনতাইয়ে ব্য..

ঢাকার আশুলিয়ায় রিকশা থামিয়ে এক নারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকালে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গী এলাকা থেকে অভিযুক্ত মিন্টু প্রামাণিক ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।


সংবাদ সম্মেলনে শাহীনুর কবির জানান, গত ১৬ জুন সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে ছন্দা আক্তারকে রিকশা থেকে নামিয়ে চার ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তার মিন্টু প্রামাণিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফ আলীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা দুজনেই নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator